চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ

: আলমডাঙ্গা-দর্শনা ও কার্পাসডাঙ্গায় নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সকল পদপ্রার্থীদের ভোটগণনা সম্পন্ন হয়েছে। গতপরশু শেষরাত পর্যন্ত ভোটগননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দীন খানসহ কমিটির সদস্যগণ চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছেন গতকাল রোববার। এদিকে, চুয়াডাঙ্গায় রোববার নব-নির্বাচিতদের সংবর্ধনা দেয়া হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি দু’জনের মধ্যে এম জেনারল ইসলাম কুড়েঘর প্রতীক নিয়ে এক হাজার ৯৪০ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো. টোকন আলী চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৩ ভোট। সহ-সভাপতি পদে ৩টি আসনে প্রার্থী ছিলেন ৫ জন। এদের মধ্যে রফিকুজ্জামান রানা প্রজাপ্রতি প্রতীক নিয়ে ৯২৬ ভোট, তারিক হোসেন হাতি প্রতীক নিয়ে ৯৮৯ ভোট ও মুসা করিম ঠা-ু খেজুর গাছ প্রতীক নিয়ে এ পদে সর্বাধিক ভোট এক হাজার ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ৩ জন। এদের মধ্যে রিপন ম-ল দোয়াত কলম প্রতীক নিয়ে এক হাজার ৮৩৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। অপর দু প্রার্থীর মধ্যে আসলাম আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩২১ ভোট ও জাহাঙ্গীর আলম হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৭ ভোট। যুগ্ম-সম্পাদক পদে শহিদুল ইসলাম বাস প্রতীক নিয়ে এক হাজার ১শ ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী শহিদ হোসেন পেয়েছেন ৯৩৫ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে দুটি আসনে প্রতিদ্বন্দ্বি ছিলেন ৪জন। এর মধ্যে মিরাজুল ইসলাম নান্টু টেলিভিশন প্রতীক নিয়ে ৮৯৩ ভোট ও রেজাউল হক রেজা টেবিল প্রতীক নিয়ে ৯৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত অপর দুজন প্রার্থীর মধ্যে আসান নবী টিউবওয়েল প্রতীক নিয়ে ৫০৩ ভোট ও শামিম সর্দ্দার তালাচাবি প্রতীক নিয়ে ৬৯৫ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে সিদ্দিকুর রহমান সিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান মিঠু হাতুড়ি প্রতীক নিয়ে এক হাজার ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী ইকবাল কবীর টিপু বালতি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬৭ ভোট। সড়ক সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বির মধ্যে পান্না মিয়া এক হাজার ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর দু প্রার্থীর মধ্যে লিটন মিয়া ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৬২৩ ভোট ও সেন্টু মিয়া মই প্রতীক নিয়ে পেয়েছেন ৩২২ ভোট। কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে শাহজুল ইসলাম মণ্টু গাভী প্রতীক নিয়ে এক হাজার ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীর মধ্যে হুমায়ন কবীর কলম প্রতীক নিয়ে ৫৯১ ভোট ও আব্দুল মাজিদ গরুর গাড়ী নিয়ে ৪২৭ ভোট পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য ৭টি আসনে প্রতিদ্বন্দ্বি ছিলেন ৯ জন। এর মধ্যে ইদ্রিস আলী, আমিরুল ইসলাম, হাসান বুড়ো, কালু মিয়া, জনি হোসেন, সাগর আলী ও মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। গত শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের পর শুরু হয় গণনা। গণনা সম্পন্ন করতে বিলম্ব হওয়ায় ওইদিন পূর্ণাঙ্গ ফলাফল পত্রিকায় প্রকাশ করা সম্ভব হয়নি। গতকাল রোববার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দীন খান চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন। একই সাথে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সহযোগিতা করায় সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আলমডাঙ্গা ব্যুরো জািনয়েছে, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৫৯৫ খুলনার আলমডাঙ্গা শাখা কার্যালয় ও আন্তঃজেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ১৮৯৫ আলমডাঙ্গা শাখা কার্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস-সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখা কার্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি এম জেনারেল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হাজি রিপন মন্ডল, সহ-সভাপতি মুসা করিম ঠান্ডু, তারিক হোসেন, রফিকুজ্জামান রানা, নদিয়া ডিলাক্সের মালিক সোহরাব হোসেন, যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সম্পাদক রেজাউল হক রেজা, মিরাজুল ইসলাম নান্টু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, সড়ক সম্পাদক পান্না মিয়া, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান ছিদ্দিক, কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম ফন্টু, আলমডাঙ্গা শাখা কার্যালয়ের সহ-সভাপতি আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ সাহাবুল ইসলাম, আলমডাঙ্গা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রঞ্জু। আন্তঃজেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখা কার্যালয়ের সভাপতি রিয়াজ উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান, সাগর আলী, আমিরুল ইসলাম, জনি হোসেন, কালু মিয়া, হাসান, আন্তঃজেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখা কার্যালয়ের সহ-সভাপতি হাফিজুর রহমান, কার্যকরী সদস্য রুবেল হোসেন ভোলা, হাশেম আলী, মীর হোসেন, শ্রমিক ইউনিয়নের নেতা মোজাফ্ফর হোসেন, উজ্জল, মনাসহ চুয়াডাঙ্গা জেলা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ।
দর্শনা অফিস জানিয়েছে, গত পরশু শনিবার অনুষ্ঠিত হয়েছে চুয়াডাঙ্গা জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে সভাপতি আবারো নির্বাচিত হয়েছেন এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক হাজি রিপন মন্ডল নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে দর্শনা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে গতকাল রোববার দুপুর ১২ টার দিকে। দর্শনা শাখা কার্যালয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি মুছা করিম ঠান্ডু, তারিক হোসেন, রফিকুজ্জামান রানা, যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম, সহসম্পাদক রেজাউল হক রেজা, মিরাজুল ইসলাম রান্টু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, সড়ক সম্পাদক পান্না মিয়া, কোষাধ্যক্ষ সাহজুল ইসলাম মন্টু, দর্শনা শাখার সভাপতি আলমগীর মোল্লা, সাধারণ সম্পাদক এম জাকারিয়া জাকির, সহসভাপতি আজাদুল ইসলাম, মিনারুল ইসলাম মিনা, যুগ্ম-সম্পাদক সাদ্দাম, সহ-সম্পাদক জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আলমগীর হোসেন, মিনাজুল ইসলাম, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জািনয়েছেন, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় দামুড়হুদা শাখার কার্পাসডাঙ্গা শাখা কার্যালয়ের আয়োজনে শাখা কার্যালয়ের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এ সময় জেলার নব-নির্বাচিত সকল শ্রমিকনেতাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার নবনির্বাচিত সভাপতি এম জেনারেল ইসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজি রিপন মন্ডল, সহসভাপতি মুসা করিম ঠান্ডু, তারিক হাসান, রফিকুজ্জামান রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সহ-সম্পাদক মিরাজুল ইসলাম নান্টু, রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক, কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম মন্টু, সড়ক সম্পাদক পান্না আলী, সদস্য ইদ্রিস আলী, মেহেদী হাসান, সাগর, আমিরুল, জনি, কালু, বুড়ো। উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গার সাধারণ সম্পাদক মুলতান হোসেন, শ্রমিক নেতা জহরুল ইসলাম, আরিফুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিমসহ শ্রমিকবৃন্দ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More