চুয়াডাঙ্গা জেলা পরিষদের মাসিক সাধারণ সভায় চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন
আয়বৃদ্ধির বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা রয়েছে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের মাসিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সাধারণসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প ও জেলা পরিষদের আয় বৃদ্ধির বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সাধারণসভায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, সহকারী প্রকৌশলী মৌসুমী আক্তার, উপ-সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, হিসাবরক্ষক আসলাম উদ্দিন, প্রধান সহকারী ইসরাইল হোসেন, উচ্চমান সহকারী বেদানা খাতুন, গোপনীয় সহকারী (চেয়ারম্যান) জালাল উদ্দিন ও অফিস সহকারী মৌসুমী আক্তার উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, মাফলুকাতুর রহমান সাজু, জহুরুল ইসলাম, খলিলুর রহমান, মাহবুবুর রহমান, জাফর আলী, শফিকুল আলম নান্নু, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান ছটকু, রকিবুল হাসান, নুরুন্নাহার কাকলি, কাজল রেখা, তানিয়া খাতুন, মিতা খাতুন ও হাছিনা বেগম উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় জানানো হয়, করোনা ভাইরাসের কারণে ২০২০-২০২১ অর্থবছরে জেলা পরিষদে ৪ কোটি ৯০ লাখ বরাদ্দ দেয়া হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে ২ কোটি ১০ লাখ টাকা কম। গত অর্থবছরে ২০১৯-২০২০ অর্থবছরে ৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিলো। কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জীবননগরে জেলা পরিষদের দোকান ঘর বরাদ্দের লীজমানি আদায় বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ৪র্থ শ্রেণির কর্মচারীদের পোষাক তৈরী ও সরবরাহ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা পরিষদ বিভিন্ন এলাকায় মার্কেট নির্মাণ প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললেই নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে বলে সভায় জানানো হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন বলেন, জেলা পরিষদে আয়বৃদ্ধির বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা রয়েছে। সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার স্বার্থে বর্তমান পরিষদ যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। জেলা পরিষদ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাইবো না। এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করছি।