স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার ফুলেল শুভেচ্ছা জানিয়েছে যুবদলের নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত সচিব মামুন-উর রশিদ টনিকের ব্যবসায়িক অফিসে এসে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান। জীবননগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, জীবননগর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমত আলী, সদস্য ইকতাসহ নেতৃবৃন্দ। অপরদিকে জেলা যুবদলের সদস্য বশির আহাম্মেদ, জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক জুনাইদ লিখন, সজল ও সুমন। উল্লেখ্য, গত মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনাকে আহ্বায়ক ও জেলা যুুবদলের দফতর সম্পাদক মামুন উর রশিদ টনিককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও শরিফুল ইসলাম টোকন, হাজি মো. আলমগীর কবির ও তরিকুল ইসলাম সোহেলকে সদস্য করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
সরকার কর-জিডিপি’র অনুপাত বাড়ানোর কঠিন পথে না গিয়ে সহজ পথে হাঁটলো
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.