স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার পদত্যাগ করেছেন। গত ৫ জানুয়ারিয়া স্বাক্ষরিত পদত্যাগ পত্রে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেন। একই সাথে কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের অফিস সচিব ইয়াকুব হোসেন।
চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান স্বাক্ষরিত পত্রে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালনা বোর্ড বরাবর পাঠানো পত্রে বলা হয়েছে, আমি মো. হাবিবুর রহমান। চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি পদ স্বেচ্ছায় পদত্যাগ করছি। অপরদিকে, একই কারণে দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার।
গতরাতে কমিটি বিলুপ্ত করে সংগঠনের অফিস সচিব স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫-২০২৮ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কার্যকরি কমিটির সিদ্ধান্ত মোতাবেক অ্যাড. মারুফ সরোয়ার বাবুকে (পিপি) প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাড. আ.স.ম আব্দুর রউফ ও অ্যাড. আশাদুজ্জামান মিল্টন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.