কার্পাসডাঙ্গা প্রতিনিধি : কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও জেলা জামায়াত ইসলামীর আমীর মো. রুহুল আমিনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুব জমায়াতের নেতৃবৃন্দ। গতকাল সোমবার রাত ৭টায় কার্পাসডাঙ্গায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মো. নায়েব আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুব জামাতের সেক্রেটারি মোহাম্মদ আজিজুর হক, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, যুব জামাতের প্রিন্ট মিডিয়া সম্পাদক মো. ইসরাফিল হোসেন রিমন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. ইয়ানুর রহমান, ১নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মেসবাহ উদ্দিন, ৪নং ওয়ার্ডের সভাপতি হাসান আলী, সেক্রেটারি বিল্লাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি সুমন আলী।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.