চুয়াডাঙ্গা জেলা উন্নয়ক সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম
বীজ কিনে কৃষক ক্ষতিগ্রস্থ হলে সেই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জানুয়ারি-২০২৫’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় জেলার বিভিন্ন সরকারি দফতরের গত সভার সিদ্ধান্ত ও বাস্তবায়ত অগ্রগতি প্রতিবেদন এবং বিভাগীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। সভায় বিগত সভার বাস্তবায়ন প্রতিবেদন পাঠ করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, পৌরসভার নিয়ন্ত্রনাধীন এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কেউ যেন বাদ না পড়ে। চুয়াডাঙ্গায় সিনজেনটা কোম্পানির বীজ কিনে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টি দ্রুত নিস্পত্তি করার জন্য জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। আগামী দিনে কোন বীজ কোম্পানির বীজ ক্রয় করে আর কোন কৃষক যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একই সাথে বেনামী কোন কোম্পানির বীজ যদি বাজারে থাকে সেগুলো তদারকি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, আমাদের যুব সমাজের সুস্থ বিনোদনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রচার প্রচারণা বৃদ্ধি করতে হবে। শুধুমাত্র অনুষ্ঠান করে কিছু প্রচার করে থেমে থাকলে হবে না। প্রচারণা বৃদ্ধি করতে হবে। যেখানে যেখানে হাট আছে, গ্রামের যেখানে জনসমাবেশ হয় সেইসব স্থানে প্রচার চালাতে হবে। যুব সমাজকে বিভিন্ন উন্নয়নমুলক কাজ, গঠনমুলক কাজে আগ্রহ বাড়ানোর জন্য প্রচার চালাতে হবে।
সভায় উম্মুক্ত আলোচনায় সিদ্ধান্ত হয় আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে গরুর মেলা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবাধায়ককে বলা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যে সকল অভিযান করে সেগুলো চুয়াডাঙ্গার গণমাধ্যমকর্মীদের সমন্বয় করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালককে নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন, জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দীকা সোহেলি রশিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, ডেপুটি জেলার লিমা খাতুন, প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক আহসান আলম, গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার আছাদুজ্জামান প্রমুখ। পরে একই সম্মেলন কক্ষে জেলার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ এর কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সুচারুরুপে সম্পাদনের লক্ষ্যে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.