চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে হ্যান্ড স্যানিটাজার মাস্ক বিস্কুট ও পানি প্রদান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে হ্যান্ড স্যানিটাজার, মাস্ক, বিস্কুট ও পানি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী ও বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জননেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নির্দেশনায় করোনা সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা জেলা শহরের বিভিন্ন জায়গায় দায়িত্বরত পুলিশ, ট্রাফিক পুলিশ, বিজিবি, আনসারদের সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাজার, মাস্ক, বিস্কুট ও পানি প্রদান করা হয় এবং এই কার্যক্রম আগামী এক সপ্তাহ অব্যাহত থাকবে। এ সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।