চুয়াডাঙ্গা জামায়াতের জেলা মাসিক কর্মপরিষদ সভায় জেলা আমির রুহুল আমিন

কর্মী সম্মেলনে এক লক্ষ হ্যান্ডবিল বিতরণ এটা অসাধারণ ঘটনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জামায়াতের জেলা মাসিক কর্মপরিষদ সভায় জেলা আমির মাঠে কর্মী ও জনশক্তি সুশৃঙ্খলভাবে সকালে এসে সম্মেলনের শেষ পর্যন্ত বসে থাকাকে অসাধারণ বলেছেন জামায়াত আমির। এই স্বল্প সময়ের মধ্যে কর্মী সম্মেলন প্রস্তুতির জন্য এক লক্ষ হ্যান্ডবিল বিতরণে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। গোটা জেলায় মোটরসাইকেল র‌্যালিও ছিল চোখে পড়ার মত। এককভাবে আলমডাঙ্গার র‌্যালি সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলেছে। তিনি বলেন, সাংবাদিকরা যেহেতু দেরিতে আসে; তাই তাদের পরিচিতি কার্ড আগেই সরবরাহ করার প্রয়োজন ছিল। এজন্য প্রচার বিভাগে জনবল আরও বৃদ্ধি করতে হবে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় মাসিক কর্মপরিষদ সভায় চুয়াডাঙ্গা জামায়াতের জেলা কার্যালয়ে জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে জামায়াতের জেলা আমির রুহুল আমিন উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এবং আব্দুল কাদের, কর্মপরিষদ সদস্য মাওলানা ইসরাইল হোসেন, জিয়াউল হক, মাওলানা মহিউদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, নূর মোহাম্মদ হোসাইন টিপু, দারুস সালাম, আলতাফ হোসাইন, অধ্যাপক খলিলুর রহমান, মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হিরকসহ থানা আমির সেক্রেটারিবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More