স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া রোমেলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. ওলিউল্লাহ সিদ্দিক (৭৫) গুরুতর অসুস্থ হয়ে গত শনিবার সদর হাসাপাতালে ভর্তি হয়েছেন। সদর হাসপাতালের আরএমও ডা. শামীম কবির জানিয়েছেন তিনি হার্ট ও কিডনী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ওলিউল্লাহ সিদ্দিক ভালো আছেন।
চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জপাড়ার মো. ওলিউল্লাহ সিদ্দিক সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। তিনি বর্তমানে জেলা স্কাউটসের মাস্টার ট্রেইনার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, মো. ওলিউল্লাহ সিদ্দিক একজন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আদর্শ উচ্চ বিদ্যালয় এবং রোমেলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে থাকাকালিন বিদ্যালয়ের উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছেন। আমি তার দ্রুত রোগমুক্তি কামনা করছি।
পূর্ববর্তী পোস্ট
চারুলিয়া ফুটবল টুর্নামেন্টের ১৫তম খেলায় দামুড়হুদা একাদশের জয়লাভ
এছাড়া, আরও পড়ুনঃ