স্টাফ রিপোর্টার: ৫ দফা দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারক স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বরে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা কমিটির সভাপতি গোলাম মেহেরুল জোয়ার্দ্দার শেলটন। সংক্ষিপ্ত মৌন মিছিল শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল সরকারের নিকট স্মারকলিপি জমা দেয়া হয়। ৫ দফা দাবিতে স্মারকলিপিতে উল্লেখ করা হয় নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল ও মূল বেতনের ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। ৫ দিফা দাবির অন্যতম হলো নবম বেতন কমিশন গঠন। বিদ্যমান বেতন কাঠামোতে ২০টি গ্রেডকে ১০টি গ্রেডে রূপান্তর এবং অন্তবর্তী ব্যবস্থায় ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা।
২০১৫ সালে ৮ম পে-কমিশন কার্যকরের পর ইতোমধ্যে ৫ বছর অতিক্রান্ত হয়ে গেছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, মুদ্রাস্ফিতিসহ নিম্ন আয়ের গণকর্মচারীগণ সীমাহীন আর্থিক সংকটে নিপতিত। পে-কমিশন গঠনের কোন উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় গণকর্মচারীদের মনে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। এ অবস্থা নিরসনকল্পে আমরা অবিলম্বে নবম বেতন কমিশন গঠন, বিদ্যমান ২০টি গ্রেডকে ১০টি গ্রেডে রূপান্তরসহ বেতন বৈষম্য নিরসনে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি স্থায়ী পে-কমিশন গঠনের প্রস্তাব থাকলেও তার কোন উদ্যোগ প্রণীত না হওয়ায় অন্তবর্তী ব্যবস্থা হিসেবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মূল বেতনের শতকরা ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের আবেদন জানাচ্ছি। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি গোলাম মেহেরুল জোয়ার্দ্দার শেলটন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আবু সায়েম, সহ-সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মনিরুল ইসলাম, সদস্য মাসুদ পারভেজ, আলম হোসেন, মজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, আছিয়া খাতুন, আব্দুস সামাদ প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ