স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার যে ১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে তার মধ্যে শুক্রবার ১৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ ১৭ জনের একজনেরও করোনা ভাইরাস পজিটিভ হয়নি। সুস্থও হননি কেউ।
গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৯ জন, বাড়িতে আইসোলেশনে ছিলেন ৪৩ জন। ওই দুজন ছাড়া নতুন করে আর কাউকে ঢাকায় রেফার্ড করা হয়নি। শুক্রবার নতুন নমুনা সংগ্রহ করেনি স্বাস্থ্যবিভাগ। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার ৮ জনের করোনা ভাইরাস আক্রান্ত রোগী তথা কোভিড-১৯ পজিটিভ হয়। এ দিয়ে মোট আকান্তের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৬শ ১৫ জনে। বৃহস্পতিবার পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫শ ২০ জন।
প্রসঙ্গত: বিশ^ মহামারি নোভেল করোনা ভাইরাস শীতের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ বেড়েছে। আমাদের দেশেও শীতে এ ভাইরাস ভয়াবহ আকারে ছড়াতে পারে। ফলে প্রশাসনের তরফে শতভাগ মাস্কপরাসহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বাড়িয়েছে। এরপরও স্বাস্থ্যবিধি মেনে চলার তেমন নজির মিলছে না। অথচ ছোঁয়াচে ভাইরাস ছড়াচ্ছে। ভয়ানক এই ভাইরাস থেকে নিজেকে এবং সমাজকে সুরক্ষার জন্য দরকার বাড়তি সতর্কতা।
এছাড়া, আরও পড়ুনঃ