স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ দেশে সর্বনিম্ন তাপমাত্রা তরতরিয়ে নামছে। আজ রোববার ও আগামীকাল সোমবার আবহাওয়া অনেকটা অভিন্নই থাকবে। তবে ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা কিছুটা বাড়লে বাড়তেও পারে।
কার্তিক মাসের আজ ২২দিন। এবার একটু আগে ভাগেই শীত অনুভূত হচ্ছে। কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়ছে। সকালে রোদে দাঁড়াতেও ভালো লাগছে। বিকেলে মনরম পরিবেশ সৃষ্টি হচ্ছে। রাত বাড়ার সাথে সাথে তাপমাত্রাও হ্রাস পাচ্ছে দ্রুত। ভোরের দিকে লেপের ওম অনেকটাই অপিরহার্য হয়ে উঠছে। এ অবস্থায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমলায়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তরের হিমেল হাওয়ার পূর্ভাবে দেশে শীত পড়ছে। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের সর্বনিম্ন গতকাল তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৪ ও সর্বোচ্চ যশোরে ৩১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় ছিলো সর্বোচ্চ ২৯ দশমিক ৬ ও সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। দেশে দুদিনের আবহাওয়া অভিন্ন থাকলেও ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ