চুয়াডাঙ্গায় হাইড্রোলিক্স হর্ণ ও ফগ লাইট জব্দ : জরিমানা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাইড্রোলিক হর্ণ সংযুক্ত করে শব্দ দূষণকারী মোটরসাইকেল ও ইজিবাইজের ও ফগ লাইট বিরোধী অভিযান চালিয়ে উপজেলার প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় হেলথ কেয়ার মেডিকেল সেন্টারের পরিবেশ উপযুক্ত না হওয়াসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর হাসপাতল সড়কে মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিতে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন অনিয়ম পাওয়ায় হেলথ কেয়ার মেডিকেল সেন্টারের পরিচালক শহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশোধনের জন্য এক মাসের সময় দেয়া হয়। সেই সাথে উপযুক্ত পরিবেশ না থাকায় স্মৃতি প্যাথলজিকেও এক মাসের সময় দেয়া হয়েছে। এরপর অতিরিক্ত হর্ণ সংযুক্ত করে শব্দ দূষণকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০টির অধিক মোটরসাইকেল ও ইজিবাইকের হাইড্রলিক হর্ণ এবং ফগ লাইট জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, অনিয়ম পাওয়ায় হেলথ কেয়ার মেডিকেল সেন্টারের পরিচালক শহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশোধনের জন্য এক মাসের সময় দেয়া হয়। চুয়াডাঙ্গা সদরে যে সকল মোটরসাইকেল অতিরিক্ত হর্ণ সংযুক্ত করে শব্দ দূষণ করছিলেন তাদের মোটরসাইকেল থেকে অবৈধ অতিরিক্ত হর্ণগুলো খুলে নেয়া হয় এবং জরিমানা করা হয়। যারা মোটরসাইকেলে অতিরিক্ত হর্ণ সংযুক্ত করে শব্দ দূষণসহ মানুষের বিরক্তির কারণ হচ্ছেন তাদেরকে জানানো যাচ্ছে যে দ্রুত অবৈধ হর্ণ খুলে নিন, তা না হলে আপনিও মোবাইল কোর্টের সামনে পড়ে নিজের মোটরসাইকেলটি হারাতে পারেন। চমৎকার চুয়াডাঙ্গার প্রত্যাশায় উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মারভীন অনিক চৌধুরী ও সদর থানা পুলিশের একটি দল।