হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শেষ হয়েছে উপজেলা পর্যায়ের সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত ৩ দিনব্যাপী ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাক্রোবায়লজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি। প্রশিক্ষণ সমন্বয়কারী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের প্রশিক্ষক শাহ আলম সৈকতের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি মাহবুবুর রহমান বাবু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল আজম, সাংবাদিক আওয়াল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, একজন ভালো দক্ষ সাংবাদিক হওয়ার প্রধান শর্ত হলো সততা। সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও প্রকাশ করতে হবে। কোনোভাবেই গুজব ছড়ানো যাবে না। সাংবাদিকতার মতো মহান পেশায় লেখার প্রতি আরও যতœবান হওয়ারও আহ্বান জানান তিনি।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সুখবর দিয়ে বলেন, সাংবাদিকতার মান উন্নয়নে এখন থেকে উপজেলা পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হবে। দেয়া হবে করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর দেয়া উপহারও। তাদের দক্ষতা বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার।
জেলায় পর্যায়ে ওই ধরণের প্রশিক্ষণের আয়োজন করায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদকে ধন্যবাদ জানান চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ৩ দিনের বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেন জেলার চার উপজেলার ৩০ জন সংবাদকর্মী। আজ থেকে অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের সাংবাদিকদের ৩ দিনব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ। প্রশিক্ষণের স্থানীয় সমন্বয়কারী হিসেবে রয়েছেন সাংবাদিক ফাইজার চৌধুরী।