স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ‘সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদ’ নামে একটি দ্বীনি ও সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে দৌলতদিয়াড় বিএডিসি জামে মসজিদে জরুরি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সংগঠনটির জেলা ও পৌর কমিটি ঘোষণা করেন শাইখুল হাদীস আল্লামা আবুল কালাম আযাদ। এতে মুফতী মোহাম্মদ নুর উদ্দিনকে প্রধান উপদেষ্টা নিযুক্ত করে সর্বসম্মতিক্রমে মাওলানা বশির আহমদকে সভাপতি ও মুফতি রশিদ আহমাদ, মাওলানা রেজাউল হক, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আবুল কালাম আযাদ, মাওলানা মনিরুল ইসলাম এবং মুফতি শরিফুল ইসলামকে সহ-সভাপতি ঘোষণা করা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা শফিকুল ইসলাম ও হাফেজ মাও. তাওহীদুল ইসলাম, মুফতী আমানুল্লাহকে সহ-সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়। এছাড়া কোষাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সরওয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী জসিম উদ্দিন, মিডিয়া/প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ওয়াহেদুজ্জামান এবং মাওলানা জুনাইদ আল হাবীবকে দফতর সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়া সংগঠনটির পৌর কমিটিতে মুফতি আকতারুজ্জামানকে সভাপতি ও হাফেজ আসাদুজ্জামান, মুফতি মিজানুর রহমান, হাফেজ ইমরান এবং মাওলানা মনিরুজ্জামানকে সহ-সভাপতি নিযুক্ত করা হয়। এছাড়া মুফতি জহিরুল ইসলামকে সম্পাদক মাওলানা মাহদুদুল হাসান ও মুফতী আমির খসরুকে সহ-সম্পাদক, কোষাধ্যক্ষ মুফতী আবু জাহিদ, সাংগঠনিক সম্পাদক মুফতী আরিফ বিল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা আবু তালহা সুরুজ, প্রচার সম্পাদক হাফেজ শিহাব উদ্দিন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ ও হাফেজ মারুফ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সাজিবুল ইসলাম, দফর সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবীব ও মাওলানা শরিয়ত উল্লাহকে সহকারী দফর সম্পাদক নিযুক্ত করা হয়। জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন শাইখুল হাদীস আল্লামা নুর উদ্দিন। জেলা ও পৌর কমিটি ঘোষণা শেষে সভাপতির মোনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা হয়। সংগঠনের নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, গত (৫ সেপ্টেম্বর) রোববার রাত আনুমানিক সাড়ে ১০টায় সংগঠনটির জেলা কমিটি গঠন উপলক্ষে সদর থানার বেলগাছি আছির উদ্দিন মাদরাসায় বৈঠক করেন। তারা পরবর্তীতে গত বৃহস্পতিবার সদর থানার দৌলতদিয়াড় বিআরটিসি জামে মসজিদে পুনরায় জরুরি বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির প্রচার/মিডিয়া বিষয়ক সম্পাদক গণমাধ্যমকে জানান, ‘সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদ’ সম্পূর্ণ রাজনীতিমুক্ত সচেতন একটি দ্বীনি ও সেবামূলক সংগঠন। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের কল্যাণমূলক কাজ যা আমাদের সংগঠনের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্কের মাধ্যমে বাস্তবায়িত হবে। দল মত নির্বিশেষে সব ধরনের ওলামা, আইম্মা ও অসহায় গরীব দুঃখী সকলের সেবায় নিয়জিত থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, সংগঠনটির দরজা সকলের জন্য উন্মুক্ত।যে-কেউ চাইলে এর সদস্য হতে পারবেন। কোন নির্দিষ্ট ব্যক্তি বা মহলেই এ সংগঠনটি সীমাবদ্ধ থাকবে না; দ্বীন ও জাতির সেবায় সংগঠনটির একমাত্র লক্ষ। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকেই জাতির সেবার লক্ষে এর সদস্য ফরম পূরণ করতে পারবেন। উক্ত কমিটি গঠন উপলক্ষ বৈঠকে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মুফতী নজরুল ইসলাম, মুফতী মাহমুদুল হাসান, ডা.জিনারুল ইসলাম, মাও.মামুনুর রশিদ, হা. মাও. আলমগীর, মাও. শাহজাহান, মাওলানা ইখলাসুর রহমান, মাও. বেলাল, হা. আলতাফ, আরজ আলী, মাও. আরিফ ও হা. সুলাইমান প্রমুখ।
এছাড়া, আরও পড়ুনঃ