স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এস এম সাইফুল ইসলাম নামের এক সংবাদকর্মীর ওপর হামলার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে দর্শনা থানায় একটি জিডি করেছেন। গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামে নিজ বাড়ির সামনে হামলার চেষ্টা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
এ ঘটনার পর দিন গতকাল রোববার দুপুরে এ ব্যাপারে দর্শনা থানায় জিডি করেন তিনি। এস এম সাইফুল ইসলাম অনলাইন পোর্টাল ফেস দ্যা পিপল এ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। গতকাল রোববার রাতে দর্শনা থানার ডিউটিরত অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইমরান সত্যতা নিশ্চিত করে বলেন, সাইফুল ইসলাম নামে একজন সংবাদকর্মী জিডি করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিডিতে গণমাধ্যমকর্মী এস এম সাইফুল ইসলাম উল্লেখ করেন, শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরে সংবাদ সংগ্রহ ও ব্যক্তিগত প্রোগ্রাম শেষে প্রাইভেটকারযোগে বাসায় ফেরেন তিনি। বাসায় প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ অজ্ঞাত ৬-৭ জন ব্যক্তি দু-পাশ থেকে রাস্তায় ওঠেন। এর মধ্য থেকে দুজন হাতে রড, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করার উদ্দেশ্যে তেড়ে এলে তিনি দ্রুত বাসায় প্রবেশ করেন। জিডিতে আরও উল্লেখ করা হয়, এস এম সাইফুল ইসলাম একজন পেশাদার গণমাধ্যমকর্মী। তার করা সংবাদ অথবা অনুসন্ধানী প্রতিবেদনে দুর্বৃত্তরা নানানভাবে জড়িত বা অভিযুক্ত থাকতে পারে। সেই জের ধরে তার ওপর হামলার পরিকল্পনা হতে পারে। জিডিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্মে অভিযোগ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তাও চেয়েছেন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.