স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নির্বাচন বা রিটার্ন দাখিল’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রিক্সা-ভ্যান শ্রমিকরা। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা বাস টার্মিনাল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে চুয়াডাঙ্গা জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আসাদুল হক মীর’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র সদস্য আব্দুর জব্বার সোনা, প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, রিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব আরিফিনসহ রিক্সা-ভ্যান শ্রমিক শহিদুল, সিরাজুল ইসলাম রতন, মোহাম্মদ আরজেত আলী, মো. মোনাজাত আলী, সমিরুদ্দিন, মোহাম্মদ আমজাদ আলী, নুর ইসলামসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা থেকে আগত রিকশা ও ভ্যান শ্রমিকরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ২০০৯ সাল হতে ২০২৪ পর্যন্ত নির্বাচন হয় নাই বা রিটার্ন দাখিল করে নাই। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ বিষয়ে সুরাহা না হলে আমরা আন্দোলন আরও সামনের দিকে নিয়ে যাবো। বক্তারা আরও বলেন, অতি দ্রুত যেন রিটার্ন দাখিলের সুষ্ঠু তদন্ত হয় এবং দ্রুত সময়ের অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্যতামূলক ও সুষ্ঠু নির্বাচন দাবি করেন। এছাড়া খুব শিগরই জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ ও সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.