স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মনজু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল করেছে জেলা আওয়ামী যুবলীগ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় মিছিলটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে যুবলীগের নেতাকর্মীরা পটকা ফুটিয়ে ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সেøাগানে মুখর করে রাখে পুরো এলাকা। বিজয় মিছিলে জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে টাউন মাঠে সমাবেত হয়। মিছিল শেষে টাউন ফুটবল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করে। এ জন্য আওয়ামী লীগ নির্বাচনে ভয় পায় না। চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মনজু বিজয়ী হয়ে এ জেলার মানুষের কাছে তার প্রমাণ দিয়েছে। তিনি আরো বলেন, যারা প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে; জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে। বক্তব্য শেষে তিনি জেলা পরিষদ নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর হয়ে মাঠে কাজ করায় যুবলীগের সকল নেতাকর্মী ও যারা ভোট দিয়ে মাহফুজুর রহমান মনজুকে বিজয়ী করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, জেলা যুবলীগ সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা।
সমাবেশে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম, হাসানুল ইসলাম পলেন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, জুয়েল জোয়ার্দ্দার, রামীম হাসান সৈকত, শেখ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ ম-ল, তানভীর রেজা টুটুল, চুয়াডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রানা, সাধারণ সম্পাদক খান জাহান, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, সাধারণ সম্পাদক মিঠুন, ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক বিপ্লব, শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির বনফুল, সাধারণ সম্পাদক জান্টু, সহ-সভাপতি বিপ্লব হোসেন, সুমন মেম্বার, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মাসুদ রানা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রিংকু, রনি, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক চাঁদ মেম্বার, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ রেজা, নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইনামুল, রহিদুল, মোমিনপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হোসেন, ছোট, মাখালডাঙ্গা ইউনিয়নের জিল্লু মেম্বার, জাকির, সোহাগ, বেগমপুর সামীম হোসেন মিজি, প্রকাশ, মিলন, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার ম-ল, জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোকলেছুর রহমান শিলন চেয়ারম্যান, যুগ্মআহ্বায়ক বকুল হোসেন, আহসান হাবীব বাবু, আনারুল মেম্বার, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, পুটু মাস্টার, সাগর, চিৎলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইমদাদুল মেম্বার, যুগ্মআহ্বায়ক রবিউল হক, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন ও আব্দুল মালেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দিপু বিশ্বাস, লোকমান, রনি, মোনাজাত, জামাল খান, তানভীর রেজা টুটুল, সুমন, হাসান, লিপ্টন, ইমরান, মিলন, সাকিব, আমান আলী, সিয়াদ, সজল, নাজমুল, সম্রাট, খোকন, আকাশ, কাজল, সজিব, সোহাগ, রুবেল, সঞ্জু, জনি, বাচ্চু, জুয়েল, খোকন, সাইদ, মিন্টু, ছাত্রলীগ নেতা শেখ আনোয়ার, বিপুল, মিলন, ইমরান, সুজন, কবির, বিপুল, আলী, আলতাফ প্রমুখ।