আফজালুল হক : চুয়াডাঙ্গায় মাস্ক না পরায় ৩০ যুবককে ২০ মিনিট রোদে বসিয়ে শাস্তি দিয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা জেলাজুড়ে পুলিশের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ পথচারি ও বিভিন্ন মানুষের মাঝে সচেতনতা ও মাস্ক বিতরণ করেন। যারা মাস্কবিহীন রাস্তায় চলাচল করছে তাদের আটক করে থানা চত্বরে প্রায় ২০ মিনিট রোদে বসিয়ে রাখা হয়। পরে তাদের মাঝে মাস্ক বিতরণ করে ছেড়ে দেওয়া হয়।
আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানা পুলিশ সকালে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে। এ সময় যারা মাস্কবিহীন রাস্তায় চলাচল করেছেন তাদের আটক করে থানা চত্বরে রোদে ২০ মিনিট বসিয়ে রাখা হয়। তারপর তাদের সচেতনামূলক নির্দেশনা দিয়ে মাস্ক দেওয়া হয়। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ