চুয়াডাঙ্গায় মানবিক সহায়তার উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র জনগণকে ভুলে যাননি
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গায় পৌরসভার উদ্যোগে ভিজিএফ (আর্থিক) ও মানবিক সহায়তার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় পৌরসভা চত্বরে ওই আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথি এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, করোনাকালীন এই দুর্যোগে ও পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অসহায় দরিদ্র জনগণকে ভুলে যাননি। সাধারন খেটে খাওয়া মানুষ এই দুর্যোগে যেন না খেয়ে থাকে তার জন্য প্রধানমন্ত্রী বিভিন্নভাবে দেশের মানুষকে সহযোগিতা করছেন। যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর উপহার, বিকাশের মাধ্যমে নগদ অর্থ প্রদান, ভিজিএফ সহায়তা ও মানবিক সহায়তা। আর্থিক ও মানবিক সহায়তা গ্রহণ করতে আসা সকলকে উদ্দেশ্য করে বলেন, ঘরে-বাইরে স্বাস্থ্যবিধি মেনে, শারীরিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার করে চলাচল করতে হবে। রোগ বা ভাইরাস কারো আত্মীয় নয়, সুযোগ পেলেই সে আপনাকে-আমাকে আলিঙ্গন করবে। সবাই সাবধানে ও সতর্কতার সাথে জীবনযাপন করতে হবে। মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রতœা, সচিব কাজী শরিফুল ইসলাম, সহকারী প্রোকৌশলী (পানি) আব্দুর রশীদ, প্রধান সহকারি আশাবুল হক, উচ্চমান সহকারী মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক জেনারুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি হাফিজুর রহমান পান্না, জেলা অটো বাইক শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু প্রমুখ।
গতকাল চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম ও প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রতœার নামে বরাদ্দ থেকে ১৭৭১ জন অসহায়-দুস্থ নারী পুরুষকে ভিজিএফ-এর আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে মেয়র জাহাঙ্গীর আলমের নামে ১৬৫১ ও প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রতœা ১২০টি। এছাড়া চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওর্য়াডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মাধ্যমে নির্ধারিত দিনেও স্থানে স্ব-স্ব এলাকায় ভিজিএফ ও মানবিক সহায়তা প্রদান করবেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ৫নং ওয়ার্ডের ইসলামপাড়া পৌর প্রাথমিক বিদ্যালয় চত্বরে ২৯০টি ভিজিএফ-এর নগদ অর্থ প্রদান করবেন ওয়ার্ড কাউন্সিলর মুন্সী আলাউদ্দীন আহেম্মদ। ৯ এপ্রিল সকাল সাড়ে ৯টায় একযোগে ১, ২, ৩’ ৪’ ৬’ ৭’৮ ও ৯ ওয়ার্ড কাউন্সির ও সংরক্ষিত ২জন মহিলা কাউন্সিলর ভিজিএফ-র নগদ অর্থ তাদের নিজ এলাকায় প্রদান করবেন। পুরুষ ওর্য়াড কাউন্সিলর গনের নামে বরাদ্দ থাকছে ২৯০টি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নামে বরাদ্দ থাকছে ১২০টি করে ভিজিএফ কার্ড।