স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাদকসহ তিনজনকে আটকের পর ভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে জেলা শহরের বুজরুকগড়গড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩২০ গ্রাম গাঁজা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। সাজাপ্রাপ্ত তিনজন হলেন, চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ার মৃত কাশেম আলীর ছেলে সুমন আলী (৪২), সুমিরদিয়া রেলপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে আবদার আলী (৪০) এবং সবুজপাড়ার মৃত আব্দুর রউফের ছেলে আব্দুর রশিদ (৬০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা শহরের বুজরুকগড়গড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। অভিযানকালে ৫০ গ্রাম গাঁজাসহ সুমন আলীকে, আড়াইশ গ্রাম গাঁজাসহ আবদার আলীকে এবং ২০ গ্রাম গাঁজাসহ আব্দুর রশিদকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুমন আলীকে ৩ মাসের কারাদ- ও পাঁচশ টাকা, আবদার আলীকে ৬ মাসের কারাদ- ও দুইশ টাকা এবং আব্দুর রশিদকে ৩ দিনের কারাদ- ও দুইশ টাকা অর্থদ- প্রদান করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। গতকালই সাজাপ্রাপ্ত তিনজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।