চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলা সাবেক নারী কাউন্সিলর নুরুন্নাহার কাকলী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আ.লীগ নেত্রী নুরুন্নাহার কাকলীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার কাকলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহার নামীয় আসামি। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার নুরুল ইসলামের মেয়ে এবং চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। এছাড়াও তিনি চুয়াডাঙ্গা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন।
জানা গেছে, গত বছরের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বের হয়। ওই মিছিলে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর জখম করা হয়। ওই সময় আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়ে পরিবেশ অনুকূলে না থাকায় মামলা করতে পারেন না। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পরিবেশ অনুকূলে আসায় চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত হযরত আলীর মেয়ে হাসনা জাহান খুশবু ৩ অক্টোবর সদর থানায় নুরুন্নাহার কাকলীসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই মামলার এজাহার নামীয় আসামি নূরুন্নাহার কাকলী। গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ নুরুন্নাহার কাকলীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.