স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোমান আলী নামের একজন গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত বুধবার দিনগত রাতে সদর উপজেলার ভালাইপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী কিশোরীর খালা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার লোমান আলীকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত লোমান আলী (২২) মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের মহিবুল আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা জোয়ার্দ্দারপাড়ার এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মেহেরপুর কলাইডাঙ্গা গ্রামের লোমান আলী। পরবর্তীতে ওই কিশোরীকে ফুঁসলিয়ে শহরের এক বাড়িতে নিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় গত পরশু বুধবার রাতে ভুক্তভোগী ওই কিশোরীর খালা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার সেকেন্ড অফিসার খান আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ভালাইপুর বাজার এলাকায় অভিযান চালান। অভিযানকালে গ্রেফতার করা হয় লোমান আলীকে। গতকাল বৃহস্পতিবার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।