চুয়াডাঙ্গায় বিসিএস ক্যাডার সদস্যদের পক্ষ থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার: আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সরকারি কলেজ বিসিএস ক্যাডার সদস্যদের পক্ষ থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। গতকাল রোববার সরকারি কলেজের শহীদ মিনারের সামনে এ কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের রুটিন দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর খন্দকার রোকনুজ্জামান। শিক্ষক পরিষদের সম্পাদক মো. শফিকুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিট সম্পাদক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাহিদুল হাসান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সম্প্রতি ফেসবুকে লেখালেখির মতো তুচ্ছ কারণে ১৩ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরণের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা গ্রহণ করেছেন বলেও অভিযোগ করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
প্রসঙ্গত: দেশে বর্তমানে ২৬ ধরণের ক্যাডার কর্মকর্তা সরকারি চাকরিতে নিয়োগ পান। এর মধ্যে প্রশাসন ক্যাডার সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করে বলে অভিযোগ অন্য ক্যাডার কর্মকর্তাদের। তাই সব ক্যাডারের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অনেক আগে থেকে দাবি জানিয়ে আসছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More