স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার মিয়ার বেলগাছি মাঠে লালন একাডেমি ফকির হাফিজ শাহ’র উদ্যোগে এক বর্ণাঢ্য বাউল মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় এ বাউল মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন একাডেমির প্রতিষ্ঠাতা ফকির হাফিজ শাহ। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের পক্ষে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। সফিকুল ইসলাম পিটু তার বক্তব্যে বলেন, ‘বাউল গান আমাদের আত্মার খোরাক। এই মেলার মাধ্যমে আমাদের সংস্কৃতি ও মানবতার বার্তা আরও ছড়িয়ে পড়বে। এমন আয়োজন চুয়াডাঙ্গার গর্ব এবং আমরা সবসময় এমন সাংস্কৃতিক উদ্যোগের পাশে থাকবো।’ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা ও ফকির আবদুল রাজ্জাকসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় দর্শক ও ভক্তবৃন্দ। অনুষ্ঠিত এই বাউল মিলন মেলায় চুয়াডাঙ্গাসহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতিমান বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল হৃদয় ছুঁয়ে যাওয়া গান, আধ্যাত্মিক বাণী আর মরমি দর্শনের এক অপূর্ব আবহ।
পূর্ববর্তী পোস্ট
পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে প্রধান উপদেষ্টা
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.