স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় বাস পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা না নিয়েই ফিরে গেলেন শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় শহরের ভিজে স্কুল ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। পরে বাস শ্রমিকরা ফিরে গিয়ে বড়বাজার শহীদ হাসান চত্বরে বাস চলাচলের দাবি তোলেন।
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্য নিয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পরভীন, সহকারী কমিশনার আমজাদ হোসেন ও হাবিবুর রহমান ও পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মইনুদ্দিন মুক্তা ও বাস শ্রমিকরা উপস্থিত ছিলেন।
শ্রমিক প্রতিনিধিরা এসময় কর্মকর্তাদের সাথে কথা বলে মানবিক সহায়তা খাদ্যের পরিবর্তে নগদ টাকার দাবি করেন। কিন্ত, নগদ টাকা নয়, মানবিক সহায়তা হিসেবে খাদ্য দেবার কথা জানানো হয়। তারা এবিষয়ে পরে জানাবে বলে স্থান ত্যাগ করে চলে যান। পরে বড়বাজারে গিয়ে বাস চলাচলের দাবি তোলেন শ্রমিকরা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ