চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ও প্রতিবন্ধী পরিবারের মাঝে নগদ টাকা প্রদান অনুষ্ঠানে ছেলুন জোয়ার্দার এমপি

যুব প্রতিবন্ধীসহ যুব সমাজকে ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে হবে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের মাঝে লাইভলিহুড সাপোর্ট বাবদ নগদ টাকা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টার দিকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে ইউকে এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে এ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় বলেন, সাধারণ মানুষ যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। যুব প্রতিবন্ধীসহ যুব সমাজকে চাকরির পিছে না দৌড়ানোর আহবান জানিয়ে নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু এদেশেটাকে স্বাধীন করে সোনার বাংলায় রুপান্তর করতে চেয়েছিলেন। হায়েনারা সেই সপ্ন বাস্তবায়ন করতে না দিলেও তার সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা সেই সপ্ন বাস্তবায়নের পথে। আজ বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গ্রামকে শহরে পরিণত হতে চলেছে। সকল রাস্তাঘাট এখন পাকা করণ হয়েছে। কাউকে কাদার মধ্যে হাটতে হয় না। সারাদেশে উন্নয়নের জোয়ার চলছে, এমন কোন খাতনেই যেখানে আওয়ামী লীগ সরকার উন্নয়নের ছোয়া লাগেনি। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধ পরিকর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি মুন্সি আলমগীর হান্নান, জেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহম্মেদ চন্দন, সমাজ সেবক ও আ.লীগনেতা দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার, স্ট্যান্ডার্স ব্যাংক লিমিটেডের মানেজার কামরুজ্জামান, সমাজসেবক হাফিজুর রহমান মুক্তা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার পিআরপিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী। সহযোগিতায় ছিলেন প্রোজেক্ট অফিসার আজিজুল ইসলাম, ফিল্ড ভলেন্টিয়ার সাইদুর রহমান রানা, আব্দুর রহমান ও সবুজ মিয়া। আলোচনা শেষে জেলার ২৮৭ জন প্রতিবন্ধী ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের মাঝে লাইভলিহুড সাপোর্ট বাবদ ৭ হাজার টাকা করে ২০ লক্ষ ৯ হাজার টাকা প্রদানের উদ্ভোধন করা হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More