চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পেশাগত গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডা. শামীমা ইয়াসমিন। উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারুল ইসলাম ও চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চলানা করেন বিআরটিএ’র সিল ম্যাকানিক ও ড্রাইভিং প্রশিক্ষক জাকির হোসেন।
প্রশিক্ষণের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী সড়ক পনিবহন আইন-২০১৮ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় বক্তারা বলেন, সাবধানে গাড়ি চালানোর কোনে বিকল্প নেই। দ্রুতগতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। কারণ একজন চালককে যাত্রীদের সাথে সাথে পথচারীদেরও নিরাপদ রাখতে হয়। এজন্য বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। এতে অনেক প্রাণ বেঁচে যাবে। শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী চালকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।
আয়োজকরা জানান, কর্মশালায় চুয়াডাঙ্গা সার্কেলের শতাধিক পেশাজীবী গাড়ি চালককে প্রশিক্ষণ প্রদান এবং দক্ষতা যাচাই করা হয়। এতে স্বাস্থ্যসমস্যা এবং গাড়ি চালনাকালীন ঝুঁকি মোকাবেলা, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগনাল ও লেনবিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং সড়কে নিরাপদে মোটরযান চালানোসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More