স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা পুষ্টি পরিকল্পনা (২০২৩-২০২৪) প্রণয়নের লক্ষ্যে জেলা পুষ্টি সমন্বয় কমিটির ত্রৈমাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার এবং কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় পুষ্টি বিষয়ক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক মমরাজ আলী, সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, অ্যাড. রফিকুল ইসলাম, শাহ আলম সনি ও ইলিয়াস হোসেন বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, শিশু ও মায়ের পুষ্টি মানসিকভাবে বৃদ্ধি করতে হবে। এতে রোগ প্রতিরোধ সম্ভব হবে। মিডিয়ায় পুষ্টি বিষয়ে নিবন্ধন প্রকাশ করলে সচেতনতা বৃদ্ধি পাবে। প্রাথমিক বিদ্যালয়ে ফুলের বাগানে সাথে ফলের বাগান তৈরি করতে পারলে পুষ্টি পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মাধ্যমে সচেতন করা অনেক কাজ। নিজ পরিবার ও প্রতিবেশীদের সচেতন করতে পারে। ভুট্টার প্রণোদনা কাটতে হবে। কীটনাশকমুক্ত শাকসবজি চাষ করতে হবে। নিরাপদ সবজি উৎপাদন করতে হবে। ওষুধ কোম্পানিগুলো কীটনাশক প্রয়োগে উৎসাহিত করে। কৃষিবিভাগ থেকে তদারকি করা দরকার।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার বদরগঞ্জে ছেলুন জোয়ার্দ্দার এমপিকে উচ্ছ্বসিত সংবর্ধনা
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.