চুয়াডাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক
রমজানে নিয়মিত বাজার মনিটরিং চালু থাকবে
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ধর্মীয় ভাব গার্ম্ভিয্য বজায় রেখে যথাযথ মর্যাদার সাথে পবিত্র রমজান পালন করতে হবে। ধর্মীয় অনুভূতি ও শিষ্টাচারের দিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। রমজানে নিত্যপণ্যের দাম বেড়ে যায়, সেজন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করবো। বাজারে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অনান্য কর্মকর্তা ও টাস্কফোর্সের সদস্যরা দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ‘আসলে আমাদের নৈতিকতা ঠিক করতে হবে। সৎ হতে হবে। আমরা যদি সৎ না হয়, তাহলে নিত্যপণ্যের দাম কামানো সম্ভব নয়। সামাজিক সচেতনতাও প্রয়োজন।’ ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ‘আপনারা আপনাদের এলাকার বাইরেও এই সভার সিদ্ধান্ত প্রচার করবেন। জেলার সকল ব্যবসায়ীকে জানানোর চেষ্টা করবেন। নিজেরা সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে।’ এ সময় জেলা প্রশাসক বাজারের মাংসের দাম নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট্য কমিটির সভা ডাকার জন্য কৃষি বিপণন অফিসের কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। সভায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ, জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দীকা সোহেলি রশিদ, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক মেহেরাব্বিন সানভী, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ জেলার বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.