স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সড়কে গাড়ী চালকদের সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের প্রধান সড়কগুলোতে চলাচলকারী যানবাহনের চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা শাখার সদস্যদের নিয়ে নিসচা কার্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ ও পিঠা উৎসবে উপস্থিত ছিলেন নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম ও কানিজ সুলতানা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক জামান আখতার, কামরুজ্জামান সেলিম ও শামীম আহমেদ বিপ্লব, অর্থ সম্পাদক কাজী রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, দপ্তর সম্পাদক শেখ লিটন, প্রচার সম্পাদক রোমান হোসেন রাহুল, দুর্ঘটনা ও গবেষণা বিষয়ক সম্পাদক জিসান আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক তানজিল মনোয়ার মিনি প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.