চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই ক্যাডারকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই ক্যাডারকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গত পরশু রোববার দিনগত রাতে শহরের পোস্ট অফিসপাড়ার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। গ্রেফতারকৃত দু’জন হলেন-চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার মৃত শাফিনাতুল হাসান জোয়ার্দ্দারের দুই ছেলে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ক্যাডার অয়ন হাসান জোয়ার্দ্দার (৩৫) ও তানজিদ হাসান অভি জোয়ার্দ্দার (৩৩)। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই ক্যাডার অয়ন ও অভি জোয়ার্দ্দার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শরিয়ত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। অভিযানকালে গ্রেফতার করা হয় অয়ন হাসান জোয়ার্দ্দার ও তানজিদ হাসান অভি জোয়ার্দ্দারকে। এ সময় বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় একটি ক্রিচ, একটি চাপাতি ও ধারালো একটি চাকু। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, গ্রেফতারকৃত দুই ছাত্রলীগের ক্যাডার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.