চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপি ও ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের দুজনকে চুয়াডাঙ্গা জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে সদর থানার পুলিশের একটি দল শহরের টিঅ্যান্ডটি এলাকার একটি ছাত্রাবাস ও সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুজন হলেন সদর ৬উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম ও জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান।

জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান জানান, শনিবার বিএনপির কেন্দ্রীয় কমিটি দেশব্যাপী আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে। শনিবারের কর্মসূচি বানচাল করতেই পুলিশ পূর্বপরিকল্পিতভাবে মাহবুবুল ও আমানউল্লাহকে গ্রেফতার করেছে। তিনি দাবি করেন, তাদের নামে কোনো মামলা না থাকলেও হয়রানিমূলকভাবে তাদের ছাত্রাবাস ও বাড়িতে ঘুমিয়ে থাকাকালীন গ্রেফতার করা হয়েছে। বিএনপির এই নেতা অভিযোগ করেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির কর্মসূচির আগে চুয়াডাঙ্গা জেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় নেতাকর্মীদের আসামি করে তিনটি মামলা করে পুলিশ। চুয়াডাঙ্গা সদর, দর্শনা ও জীবননগর থানায় করা এসব মামলায় এর আগেই ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই বর্তমানে জেলহাজতে রয়েছেন। সব মিলে এখন গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৫। সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ বলেন, নাশকতার অভিযোগে ৪ ডিসেম্বর পুলিশের করা মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে মাহবুবুল ইসলাম ও আমানউল্লাহ আমানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

এদিকে, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম ও জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক আমানউল্লাহ আমনকে মেস থেকে তুলে নিয়ে নাশকতা মামলার আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পল্টু, সদর উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক আবুল কালাম আজাদ, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিন, সাংগঠনিক সম্পাদক জায়েদ মোহাম্মদ রাজীব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল রহমান প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More