স্টাফ রপর্িোটার: ‘মুজবির্বষে শপথ কর,ি প্লাস্টকি দূষণ রোধ কর’ি প্রতপিাদ্য বষিয়কে সামনে রখেে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে পালতি হয়ছেে বশ্বি ভোক্তা অধকিার দবিস।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় জলো প্রশাসকরে র্কাযালয় চত্বর থকেে একটি র্বণাঢ্য শোভাযাত্রা বরে করা হয়। শোভাযাত্রাটি শহররে প্রধান প্রধান সড়ক প্রদক্ষণি করে একই স্থানে এসে শষে হয়। পরে জলো প্রশাসকরে সম্মলেন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতত্বি করনে অতরিক্তি জলো প্রশাসক (র্সাবকি) মনরিা পারভীন। প্রধান অতথিি ছলিনে জলো প্রশাসক নজরুল ইসলাম সরকার। বশিষে অতথিি ছলিনে অতরিক্তি পুলশি সুপার (প্রশাসন) আবু তারকে। জলো প্রশাসনরে সহকারি কমশিনার হাববিুর রহমানরে সঞ্চালনায় সভায় বক্তব্য রাখনে জলো বপিণন র্কমর্কতা শহদিুল ইসলাম, চম্বোর অব কর্মাসরে সহসভাপতি নাসরি আহাদ জোর্য়াদ্দার, কনজুমারস এসোসযি়শেন অব বাংলাদশেরে (ক্যাব) চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক বল্লিাল হোসনে, জলো দোকান মালকি সমতিরি সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোর্য়াদ্দার ইবু প্রমুখ। পরে ভোক্তা অধকিার আইন বষিয়রে উপর প্রজেন্টেশেন করনে জাতীয় ভোক্তা অধকিার সংরক্ষণ অধদিফতররে সহকারি পরচিালক সজল আহমদে।
সভায় ভোক্তা অধকিার আইন সর্ম্পকে সকলকে সচতেন হওয়ার আহ্বান জানয়িে প্রধান অতথিি জলো প্রশাসক নজরুল ইসলাম সরকার বলনে, ভোক্তা হসিবেে আমাদরে সকলকে ভোক্তা অধকিার আইন সর্ম্পকে জানতে হব।ে মনেওে চলতে হব।ে সকল ব্যবসায়ীকে তার নীতি ঠকি রখেে ব্যবসা করতে হব।ে পণ্যরে সঠকি দাম নতিে হব।ে ভজোল খাবার বক্রিি করা যাবনো। অতরিক্তি দামে কোন পণ্য বক্রিি করা যাবনো। আমাদরে সকলকে র্দুনীতরি বরিুদ্ধে সোচ্চার হতে হব।ে
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ