স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নাগরিক কমিটির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় শহিদ আবুল কাশেম সড়কের শাহজাহান চত্বরের শুভতারা ভবনে এর আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা নাগরিক কমিটির আহ্বায়ক তৌহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সেলিমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ জোয়ার্দ্দার, লিটু বিশ্বাস, ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, লাভলুর রহমান ও মিলন বিশ্বাস। সভায় বক্তারা, সদর হাসপাতাল ব্যবস্থাপনা, ‘ট’ বাজার, চিকিৎসকদের চিকিৎসা ব্যবস্থাপত্র ফি, হাসপাতাল সড়কে যানজট, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোহাম্মদ সাবিক।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.