স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সিভিল সার্জন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডা. মো. সাজ্জাৎ হাসান। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে ডা. মো. সাজ্জাৎ হাসান খুলনা বক্ষব্যাধী হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন হিসেবে দায়িত্বভার গ্রহণের পর ডা. মো. সাজ্জাৎ হাসান সদর হাসপাতালের বিভিন্ন ভবন ও ওয়ার্ড পরিদর্শন করেন। পরির্দশনকালে হাসপাতালে দায়িত্বরত ডাক্তার, নার্স, আয়া ও প্রশাসনিক স্টাফরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় উপস্থিত ছিলেন সার্জারি সিনিয়র কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন, ডা. আসাদুর রহমান মালিক খোকন, গাইনী কনসালটেন্ট ডা. আকলিমা খাতুনসহ হাসপাতালের অন্যান্য স্টাফবৃন্দ।
এ সময় নবাগত সিভিল সার্জন সবার সাথে পরিচয় পর্ব শেষে হাসপাতালের বিভিন্ন বিষয়ের ওপর খোঁজখবর নেন। পরে হাসপাতালের ওয়ার্ডে গিয়ে রোগীদের খোঁজখবর ও হাসপাতালের সমস্ত জায়গা ঘুরে দেখেন। তিনি সঠিকভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ