স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা। প্রধান অতিথি ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক-প্রকাশক আজাদ মালিতা, সাংবাদিক শেখ সেলিম, মিজালুল হক মিজান, এমএম আলাউদ্দীন, মাহফুজ খান, রফিকুল ইসলাম, শাহ আলম সনি, রফিক রহমান, এমএ মামুন, আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদসহ অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে ও মিষ্টিমুখ করিয়ে রজতজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসলাম রকিব।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.