স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় যৌন হয়রানি ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ, কিশোর গ্যাং, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজ সেবা অফিসার মৌমিতা পারভীন।
আলুকদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী এবং এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার খাসকররা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসিবুল ইসলামের ইন্তেকাল
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.