স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে মেরামতের সময় ট্রাকের ট্যাংক বিস্ফোরণ হয়ে বজলুর রহমান ওরফে রশিদ (৫০) নামে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। এসময় ট্যাংকটিতে থাকা একটি নাট ছুটে মাথায় আঘাত হলে মাথা ফেটে যায়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত বজলুর রহমান দৌলতদিয়াড় গ্রামের মাঝেরপাড়ার আলফাজা উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একটি ট্রাকের তেলের ট্যাংকে ঝালাইয়ের কাজ করছিলো বজলুর রহমান। এসময় ট্যাংকটি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে বজলুর মাথার একপাশ দগ্ধ হয় এবং একটি নাট ছিটকে এসে মাথায় লাগলে মাথা ফেটে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহত বজলুর রহমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের নেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, বজলুর রহমানের অবস্থা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।