স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনজুরুল জাহিদ ঈদ উপহার বিতরণ করেছেন। সোমবার রাত ৯টায় শহরের শান্তিপাড়া স্কুল মোড়ে মনজুরুল জাহিদের নিজ বাসভবনে পবিত্র ঈদুল ফিতর ঈদ উপলক্ষে, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা।
তিনি বলেন, ‘বিএনপি সবসময় জনগণের দুঃখ-দুর্দশায় পাশে ছিল, আছে এবং থাকবে। এই উপহার বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা চেষ্টা করেছি অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর। ভবিষ্যতেও আমরা এমন কার্যক্রম চালিয়ে যাব।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. মনজুরুল জাহিদ বলেন, জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের নেতাকর্মীরা সব সময় জনগণের জন্য কাজ করতে প্রস্তুত। তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করতে পেরে আমরা গর্বিত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক তোহফাতুর রাব্বি রিংকু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের প্রকাশনা সম্পাদক জুয়েল রানা, জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ওয়েজ আল-আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ শাকিল উদ্দিন শুভ, জেলা যুবদলের সদস্য অমিত হাসান রবিন ও আবু বক্কর সোহেল, জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি ইখলাস মুন রায়হান, জেলা ছাত্রদলের বিজ্ঞান সম্পাদক সাজু আহমেদ, দপ্তর সম্পাদক সোহেল রানা। এছাড়াও সুনীল, বাপ্পি, আনাস, আরিফ, জাহিদ, খাইরুল, ইন্তাজ, তুষ্ট, জসিম, মারুফ, মজিদ, সাগর, রিপন, আশিক মাহফুজ কাকন, মুনতাসিরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, ঈদুল ফিতর উপলক্ষে এই উপহার বিতরণ কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। বিএনপি সবসময় গণমানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদ উপহার পেয়ে খুশি প্রকাশ করেছেন এলাকাবাসী।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.