স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার দুপুর ২টার দিকে শহরতলীর দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। গ্রেফতারকৃতরা হলেন-চুয়াডাঙ্গার শহরতলীর দৌলাতদিয়াড় কোরিয়াপাড়ার ববিন আলীর ছেলে রাতুল (২০) ও সর্দারপাড়ার মৃত ইদু হোসেনের ছেলে রাজন (২০)। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ গতকাল বুধবার দুপুর ২টার দিকে শহরতলীর দৌলাতদিয়াড় দক্ষিণ পাড়ায় অভিযান চালান। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজন ও রাতুল দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের দুজনের দেহ তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডাল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.