চুয়াডাঙ্গায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ- পরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক কৃঞ্চ রায়, জ্যেষ্ঠ সহকারী পরিচালক বিএডিসি নাজমুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, সদর কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার, জীবননগর কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, বিএডিসির উপ-সহকারী পরিচালক শংকর দাস, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে সভাপতি রাজীব হাসান কচি, জেলা সার ডিলার সমিতির সভাপতি আকবর আলী ও সেক্রেটারি আব্দুল বারী, চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক প্রমুখ। সভায় জানানো হয়, এপ্রিল মাসে জেলায় ইউরিয়া সার বরাদ্দ ছিল ২ হাজার ৪৯৬ মেট্রিক টন, উত্তোলন ছিল ১৯২ মেট্টিক টন, মজুদ আছে ৪ হাজার ৩৪৩ মেট্রিক টন, টিএসপি বরাদ্দ ৭৭৯ মেট্রিক টন, উত্তোলন ২৬১ মেট্রিক টন, মজুদ ছিলো ৫৩৪ মেট্রিক টন, এমওপি বরাদ্দ ছিল ৭৭৬ মেট্রিক টন, উত্তোলন করা হয় ২৭৮ মেট্রিক টন আর মজুদ আছে এক হাজার ৫৯৫ মেট্রিক টন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More