স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল বুধবার জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সকাল সাড়ে ৬টার সময় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টার সময় দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলা ১১টার সময় দলীয় কার্যালয়ে আলোচনাসভা, দোয়া ও কেক কাটা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইসলাম উদ্দিন, আব্দুস ছালাম, আ. ছালাম (বিএডিসি), জাহাঙ্গীর আলম, যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাছেদ আলী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ছাইদুর রহমান, আসাদুজ্জামান শিমুল, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক ছানোয়ার হাসেন, মহিলা সম্পাদক পারভিন খাতুন, সহ-মহিলা সম্পাদক মাজেদা খাতুন, কার্যনির্বাহী সদস্য শেখ শফিকুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন অর-রশিদ, বিএডিসি কেন্দ্রীয় কমিটির শ্রমিক নেতা নিজাম উদ্দিন, চুয়াডাঙ্গা বিএডিসি শ্রমিক নেতা আব্দুল মোমিন, চুয়াডাঙ্গা মাইক্রোকার পরিবহন শ্রমিক নেতা রানা আহমেদ, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম, চুয়াডাঙ্গা আন্তজেলা বাসটার্মিনাল সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম লিটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।