টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতার কোনো বিকল্প নেই
স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার চুয়াডাঙ্গাসহ দামুড়হুদা ও জীবননগরে আলোচনাসভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গায় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ক্রমাগত বাড়ছে। সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ বাস্তবায়নে দৃঢ় সংকল্পবদ্ধ। এছাড়া ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে সকল অর্থনৈতিক সেক্টরের উৎপাদনশীলতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতার কোন বিকল্প নেই। উৎপাদনশীলতার সাথে জড়িত রয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান, অর্থনৈতিক কর্মকা-ে নৈপুণ্য এবং প্রাতিষ্ঠানিক কার্যাবলীর গুণগত মান। এজন্য কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি সেক্টরে উৎপাদনশীলতা বৃদ্ধি করা আবশ্যক।
চুয়াডাঙ্গায় বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।
জেলা প্রশাসনের সরকারি কমিশনার হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সহসভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপ-ব্যবস্থাপক শামসুজ্জামান, সাংবাদিক শাহ আলম সনি প্রমুখ। সভায় উৎপানশীলতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিথিবৃন্দ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আযোজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুম আব্দুল্লা। এছাড়াও বক্তব্য রাখেন, দর্শনা কেরুর অতিরিক্ত জেনারেল ম্যানেজার (কৃষি) মাসুম রেজা, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, উপজেলা কৃষক সংগঠনের সভাপতি সামসুল আলম, কৃষক গোলাম মোস্তফা, মোবাশ্বের হোসেন। এ সময় কৃষকরা সার ডিলারদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন সারের সংকট দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয় করা হচ্ছে। সারের ক্যাশমেমো দেয়া হচ্ছে না। মেমো চাইলে সার নেই বলে জানিয়ে দেয়া হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, কোনো ডিলার বেশি দামে সার বিক্রি করলে তাৎক্ষণিক তাকে জানানোর জন্য বলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সভায় শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচলাসভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওবাইদুল ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদ হাসান প্রমুখ।
এছাড়া, আরও পড়ুনঃ