চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির নব-নির্মিত হলরুমের তৃতীয় তলায় সভাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম সঞ্চালনা করেন। সভায় কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. রফিকুল ইসলাম মন্টু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-প্রকাশনা সম্পাদক ও ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অ্যাড. রাসেল আহমেদ, অ্যাসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেল রাফিজা আলম লাকি এবং সহ-লাইব্রেরি ও গ্রন্থাগার সম্পাদক ও অ্যাসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেল নার্গিস আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী ফোরামের নেতা ওয়াহেদুজ্জামান বুলা, মারুফ সরোয়ার বাবু-পিপি, আব্দুল খালেক জিপি, এমএম শাহজাহান মুকুল (পিপি নারী ও শিশু আদালত) ও আ স ম আব্দুর রউফ উপস্থিত ছিলেন। এসময় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আহসান আলী, সিনিয়র আইনজীবী আকরাম হোসেন, বদিউজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার অহিদুল আলম মানি খন্দকার, জিল্লুর রহমান জালাল, আসাদুজ্জামান, মেহেদী হাসান নয়ন ও শাহ জামাল বক্তব্য রাখেন। সভায় আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা বলেন, শেখ হাসিনার প্রেতাত্মাদের দলে জায়গা নেই। সংগঠনকে শক্তিশালী করতে হলে গণতন্ত্র চর্চা করতে হবে। নতুনদের নিয়ে সংগঠন করতে হবে। নেতৃবৃন্দের পরিবর্তন চাচ্ছি। নতুনদের মধ্য নেতৃত্ব চাই। আইনজীবীদের সমস্যা নিয়ে উদ্যোগী হতে হবে। পকেট কমিটি থেকে বিরত থাকতে হবে। প্রত্যেকের নুন্যতম অধিকার প্রকাশ করতে পারেন। বর্তমান কমিটির মেয়দ ছিলো ২ বছর। ৫ বছর অতিক্রান্ত হয়েছে। শুধূ চুয়াডাঙ্গা জেলা নয়, পকেট কমিটি কিংবা তদবির কমিটি না হয়। সভায় প্রধান অতিথি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মন্টু বলেন, ফ্যাসিবাদ উৎখাতের পরে নতুন বাংলাদেশে নতুনভাবে আমরা মুক্ত পরিবেশে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমরা আমাদের আইনজীবী ফোরামকে শক্তিশালী করতে চাই। একে অপরের মধ্যে বিভেদ করা যাবে না। কথার বলার সময় সাবধানে কথা বলতে হবে। আপনাদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবনা চাচ্ছি। যা দলের জন্য ভালো হয়। কিভাবে আইনজীবী ফোরামকে গতিশীল করা যায়। নতুনদের জায়গা করে দিতে হবে। তবে, ফ্যাসিস্টরা যেন না ঢুকে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More