চুয়াডাঙ্গায় জাকির মটরসের আয়োজনে মোটরসাইকেল নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাকির মটরসের আয়োজনে মোটরসাইকেল নিরাপত্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে শুরু করে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে হোন্ডা মটরসাইকেল গ্রাহকসহ অন্যান্য মোটরবাইক গ্রাহকদেরও বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। একই সাথে হোন্ডা মোটরসাইকেল গ্রাহকদের ফ্রি সার্ভিসিংয়ের কাজও করা হয় কোম্পানির পক্ষ থেকে। মোটরসাইকেল নিরাপত্তা প্রশিক্ষণ শেষে মোটরসাইকেল জিগজ্যাক ও স্লোরাইড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে কোম্পানির পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেফটি রাইডিং ও প্রমোশন ইন্সপেক্টর আনিসুর রহমান কেলি চৌধুরী এবং মনিরুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জাকির মোটরসাইকেল স্বত্বাধিকারী জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাভিদ মোটরসের স্বত্বাধিকারী জাভিদ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.