স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা ছাত্রলীগের উদ্যোগে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। গতকাল বুধবার পৃথকভাবে চুয়াডাঙ্গা সরকারি কলেজে একাদশ শ্রেণির প্রথম ক্লাসের দিনে ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। প্রত্যেক শিক্ষার্থীর হাতে গোলাপ ও রজনি গন্ধার একটি করে স্টিক দিয়ে তাদেরকে কলেজ জীবনে স্বাগত জানানো হয়। এ সময় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাকিবুল হাসান নিপ্পন, আশিকুর রহমান হিমু, আরাফাত প্লাবন, আরফিন সজীব, একাব, রাব্বি হাসান, সাইফুল, সালেকিন, রাকিব, সুমন, শিবলুর, তন্ময়, ইউসুফ, মেহেদী, শাহেদ, আকাশ, বাদশা, সাকিব, রাব্বি, আরাফাত, তানভির, রাতুল, নাসিম, ইউশা, রাহিদ, মিরাজ, রিমন, সাইদুল, রুপম, আশরাফুল অনিক প্রমুখ।
অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ সোহেলের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা সোয়েব রিগান। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার। আরও বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মুন্না আজম, রিয়ন ও মিথুন। এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হাসান, ছাত্রলীগ নেতা রিমন বিশ্বাস, রামিম, উজ্জল, ওয়ালীর রকি, শাওন, রবিন শারাফাত, কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব সোহান, রাতুল, সোহাগ, রুদ্র, ওয়াসিম, অন্তু, ইমন, আফরিজ, রাতুল, রাজ , লিখন, বাধন, শিহাব, খালিদ, শিশির, সন্ধী, ফাহাদ, ইমন (২), আব্দুল্লাহ, আকাশ, মাইকেল, নাঈম, সাকিব, নিশাত, মিঠু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব স্বাধীন।
এছাড়া, আরও পড়ুনঃ