চুয়াডাঙ্গায় ছাগলে ভূষি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ : উভয়পক্ষের নারীসহ ১১জন আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের সরিষাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ ১১জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। প্রথমপক্ষের আহতরা হলেন সরিষাডাঙ্গা গ্রামের মৃত. সুরুত আলীর ছেলে আশা (৫০), একই এলাকার আলী (৬৫) ও তার ছেলে হযরত (৪৫), আশার স্ত্রী মমতাজ (৪৫) ও আরিফের স্ত্রী বৃথী খাতুন (২৬)।
অপরপক্ষের আহতরা হলেন, একই এলাকার খলিলের ছেলে বিল্লাল হোসেন (২৫), সবুর আলী ম-লের ছেলে খলিল (৪৫), তার স্ত্রী ছালমা খাতুন (৪০) ও ছেলে আবু বক্কর (১৮)। মাহমুদ রবিন এছাড়া বাকি দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আহতরা জানান, খলিলের একটি ছাগল প্রতিবেশী আশার বাড়িতে যায়। তাদের দাবি ছাগলে ভূষি খেয়েছে। এ কারণে ছাগলটিকে আটকে রাখে৷এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে লাটি-সোটা নিয়ে ধাওয়া ও পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ের উভয়পক্ষের নারীসহ ১১ জন আহত হয়৷ পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, ১১জনের মধ্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তাদের শরীরে বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More