স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দিনদুপুরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গার বড়বাজার এলাকায় মলম পার্টির কৌশলে চেতনানাশক খাইয়ে একজন অটোচালকের অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার হাবিবুর রহমান (৩৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের কিরণগাছী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বুধবার দুপুরে অজ্ঞাতনামা মলম পার্টির সদস্যরা তাকে কৌশলে চেতনানাশক জাতীয় কিছু খাওয়ায় এবং পরে অসুস্থ অবস্থায় তাকে বড়বাজারস্থ প্রভা এন্টারপ্রাইজের সামনে ফেলে রেখে তার অটো নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রভা এন্টারপ্রাইজের মালিক মো. বাবু ঘটনাস্থলে হাবিবুরকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তার মোবাইল ফোন ব্যবহার করে ফোনবুকে থাকা একাধিক নম্বরে কল দেন। এক পর্যায়ে পরিবারের সদস্যরা ফোন রিসিভ করলে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাবিবুর সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ নজরদারি অব্যাহত রয়েছে। আমাদের অভিযান ও তদন্ত চলমান রয়েছে।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.