স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আমিরপুরের দুই মাদকসেবীকে গাঁজাসহ আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ গ্রাম গাঁজা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের তিন মাস করে কারাদ- প্রদান করেন।
সাজাপ্রাপ্ত দুজন হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের রেলপাড়ার বাবুল হোসেনের ছেলে সাকিল আলী (২০) ও একই গ্রামের মসজিদপাড়ার আলম আলীর ছেলে কাজল আলী (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের একটি টিম গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। দুপুর ১২ টার দিকে সদর উপজেলার আমিরপুর রেল ক্রসিং এলাকা থেকে আটক করা হয় মাদকসেবী সাকিল আলী ও কাজল আলীকে। এ সময় দেহ তল্লাশি করে সাকিল আলীর কাছ থেকে ১৫ গ্রাম ও কাজলের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৩ মাস করে কারাদ- ও একশ টাকা করে অর্থদ- প্রদান করেন বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। গতকালই সাজাপ্রাপ্ত দুজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ